একটি অনিশ্চিত যাত্রা

থেকে থেকে ঘুম ভেঙ্গে যায়। যতক্ষণ ঘুমাই, দুঃস্বপ্ন ছাড়া কিছুই দেখিনা। সারাদিন অস্থিরতার মধ্যে থাকি। কোনো কাজে মন বসে না। আবার বসেও থাকা যায় না। সব মিলিয়ে বিশ্রী-ঘোলাটে একটা অবস্থা। এই অবস্থা আমার একার নয়। যাদের সাথেই আমার কথা হয়, সবারই একই পরিস্থিতি। কেউই ভাল নেই। থাকবেই বা কিভাবে? গোটা দেশটাই একটা রক্তস্নাত বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছে। কি সাধারন একটা আন্দোলন করছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। একটাই দাবি – কোটা পদ্ধতির সংস্কার চায়। কিন্তু তা আর হতে দিল কই? ছাত্রছাত্রীদের হেয় করে প্রধানমন্ত্রী সহ অনেক মন্ত্রীদের লাগামহীন মুখের বুলি পরিস্থিতি উথাল করে তুলে। সরকার প্রথমে ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে, পরে পুলিশ দিয়ে, এবং শেষ পর্যন্ত না পেরে বিজিবি-আর্মি নামিয়ে আন্দোলন ঠেকানোর ব্যর্থ চেষ্টা এখনও করে চলছে। 

‘দেখামাত্র গুলি’ করার এই বর্বরতা থেকে ছোট-বড়, ছাত্র-অছাত্র কেউ রেহাই পায়নি। হোক সেটা অসীম সাহসিকতায় অস্ত্রের মুখে বুক পেতে শহীদ হওয়া আবু সাঈদ, অথবা বাবার সাথে বিকালে খেলতে গিয়ে গুলি খাওয়া ছোট্ট শিশু রিয়া বা যৌক্তিক আন্দোলনে বন্ধুদের পানি বিলিয়ে বেড়ানো মুগ্ধ – সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দেশের প্রতিটা ঘরে উত্তাপ ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে শুধুমাত্র ছাত্র ছাত্রীদের আন্দোলন থেকে এই আন্দোলন জনসাধারণের আন্দোলনে রূপ নেয়। আন্দোলনে যোগ দিতে শুরু করেন বাবামা, শিক্ষকশিক্ষিকা থেকে শ্রমজীবীরা পর্যন্ত। সরকার ভেবেছিল গুলি করলে ছাত্রছাত্রীরা ভয়ে পালাবে। তারা জানত না, এক আবু সাঈদকে মারলে হাজারো আবু সাঈদ বন্দুকের মুখে বুক পেতে হাসতে হাসতে প্রাণ দিবে। তারা জানতো না, এক মুগ্ধকে মারলে হাজার মুগ্ধ এসে পানি বিলিয়ে যাবে। তারা জানত না রক্ত সাহসকে হাজারগুনে বাড়িয়ে তুলবে। বহু নাটকীয়তার মধ্য দিয়ে ইন্টারনেট বন্ধ করেও সুবিধা করতে পারেনি সরকার। ঠিক যেন একাত্তরের মত বিদেশি মিডিয়ার কল্যাণে এই নৈরাজ্যের খবর দুনিয়ায় ছড়িয়ে পড়ে। দুনিয়ার নানান প্রান্তে থাকা বাঙ্গালি ছাত্রছাত্রীরা প্রতিবাদ গড়ে তুলে। অবশেষে সরকার হাইকোর্টের আপিল বিভাগের রায় এগিয়ে এনে কোটা পদ্ধতির সংস্কার করে। কিন্তু ততদিনে অনেক পানি গড়িয়েছে। সারাদেশে বয়ে গেছে রক্ত গঙ্গা। এটা আর কোটা সংস্কার আন্দোলন নেই। হয়ে গেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। এর মধ্যে সরকারী পোষা বুদ্ধিজীবীদের স্বাক্ষরিত বিবৃতি দিয়ে বা গণমাধ্যমের নিয়ন্ত্রণ নিয়ে, বা জামাত-শিবির-বিএনপির উপর দায় চাপিয়ে আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করার অনেক প্রচেষ্টা হয়েছে। ছাত্রছাত্রীরা সেটা হতে দেয়নি। তারা সফল। এখনও আন্দোলন চলছে সারাদেশে। 

শুরু থেকেই সরকারের মধ্যে এই আন্দোলনে জড়িত ছাত্রছাত্রীদের হেয় করে কথা বলতে দেখা যায়। আন্তরিকতার ঘাটতি দেখা যায়। সরকার ভুলে গিয়েছিলেন যে তারা দয়ার জন্য আসেনি। বরং এটা একটা অধিকার আদায়ের আন্দোলন। সকল ভুল বুঝাবুঝির শুরু এই একটা জায়গা থেকেই। সরকার আন্তরিক হতে পারতেন। যেভাবে সরকারি বাহিনী ছাত্র ছাত্রীদের দিকে গুলি ছুড়েছে, সাঁজোয়া যান নামিয়েছে, হেলিকপ্টার উড়িয়েছে – দেখে তো মনে হয় ভিনদেশি শত্রু দেশ দখলের জন্য আক্রমণ করেছে। আর তাদের ঠেকানোর চেষ্টা করছে সরকার। নাহলে নিজের দেশের ছাত্রদের বুকে, সাধারণ জনগণের দেয়া ট্যাক্সের টাকায় কেনা গুলি দিয়ে এভাবে নির্দয় হয়ে পাখির মত মানুষ খুন করতে পারে কেউ? বরং সরকারের উচিত ছিল প্রথম থেকে দায়সারাভাবে মন্তব্য না করে, বেফাঁস কথাবার্তা না বলে, তুচ্ছ তাচ্ছিল্যের চোখে না দেখে তাদের ডেকে এনে আলোচনায় বসানো। কথা বলে সুরাহা কথা। সরকার এই জায়গায় মারাত্মক অদূরদর্শিতার প্রমাণ দিয়েছে। তাদের মাথায় রাখা দরকার ছিল এই দেশের ইতিহাসের মোড় পরিবর্তনকারী যুগান্তকারী সব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্রছাত্রীরা। 

পরস্পর সাংঘর্ষিক বা মানুষের মনে প্রশ্নের উদ্রেককারী অনেকগুলো কাজ সরকার করেছে এরই মধ্যে। তার একটা হলো ছাত্রলীগ আর ছাত্রদের মুখোমুখি করে দিয়েছে। অথচ চাইলে সরকার ছাত্রলীগকে সাধারণ ছাত্রদের বন্ধু ও আন্দোলনের দাবী আদায়ে সমন্বয়ক হিসেবেও তুলে ধরতে পারতো। এটা স্পষ্টতই প্রকাশ করে সাধারণ ছাত্রছাত্রী ও ছাত্রলীগ এক নয়। ছাত্রলীগের মধ্যে অস্বাভাবিক কিছু আছে। প্রধানমন্ত্রী এরমধ্যে দুইবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে। দুইবারই মানুষের হাসির পাত্র হয়েছেন। যিনি নিজে স্বজন হারিয়েছেন, সেই তিনিই অন্যের স্বজন হারানোর কারণ হলেন। তাই স্বজন হারানোর বেদনার কথা বলে কান্না করে দেয়ার বিষয়টা বোধহয় জনগণ আর গ্রহণ করছে না। উপরন্তু, আন্দোলনের মাঝখানে দুষ্কৃতিকারীরা দেশের যেসব গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দিয়েছে সেসব দেখার পর উনার কান্না দেখে মনে হয়েছে মানুষের প্রাণের চেয়ে স্থাপনা বেশি মূল্যবান। এছাড়াও সারাদেশে আন্দোলনের নেতৃত্বে থাকা সমন্বয়কারীদের তুলে এনে বার বার হয়রানি করাটা খুবই কাঁচা কাজ বলে মনে হয়েছে। যাদের নেতৃত্বে দেশে এতকিছু ঘটে গেলো, সরকার কিভাবে ভাবলো মেরে-ধরে তাদের থামানো যাবে? সেই কবে তারা মৃত্যুর ভয়কে জয় করেছে তা সরকার নিশ্চয় জানে না। তাদের আরও বুঝার দরকার ছিল, দেশে এমন আন্দোলন হলে জামাত-শিবির-বিএনপি বসে থাকবে না। সুযোগ তারা নিবেই।                            

সরকার যত বেশিদিন ক্ষমতায় থাকবে, ততই তারা জনগণ থেকে দূরে সরে যাবে – এটাই সত্য। এই ‘দূরে চলে যাওয়ার সরকারকে অদূরদর্শী করে তুলেছে। আর এই অদুরদর্শিতা হাসিনা সরকারের জনপ্রিয়তায় যে ভাটার টান দিয়েছে, তা তাদের গদি থেকে পর্যন্ত নামিয়ে দিতে পারে। এখন বরং খাল কেটে কুমির আনলো। কেঁচো খুড়তে সাপ বেরোলো। এই ঘটনা আওয়ামী লীগের ভেতরেও এক ধরনের অস্বস্তি তৈরি করেছে বলে মনে হয়। এইতো গতকালের ঘটনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গেলেন তার দলের সাবেক ছাত্রনেতাদের সাথে মতবিনিময় করতে। সেখানে এক পর্যায়ে ‘ভুঁয়া-ভুঁয়া’ দুয়োধ্বনিতে সময়ের আগেই বের হয়ে আসতে হলো তার। ক্ষমতাসীন আওয়ামী লীগ এবার অগ্নিপরীক্ষার মুখোমুখি। জনপ্রিয়তা, গণতন্ত্র, ক্ষমতায় টিকে থাকা, সম্মান – সবকিছুর মাপকাঠিতে আওয়ামী লীগ এবার ধরাশায়ী। এখন দেখার বিষয়, কি হয় দেশের। এক ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে স্বদেশ। 

Creating a Sustainable Bangladesh: Challenges Faced by Social Entrepreneurs and Youth Activists

In a world increasingly driven by the need for sustainable development, the role of young social entrepreneurs and activists is more critical than ever. Their innovative ideas and relentless energy are essential for addressing the socio-economic and environmental challenges we face. However, these young changemakers often encounter significant obstacles that hinder their progress, especially when they are based outside of major urban centers like Dhaka. 

I had the honor of being invited as a panel speaker at an inspiring discussion at Brac University titled “Journey of Youth Towards Sustainable Bangladesh – Symposium on Youth Engagement towards a Greener Future.” This symposium brought together passionate social entrepreneurs, activists, and youth mobilizers to discuss the future of sustainable development in Bangladesh. During this discussion, I highlighted some of the key obstacles faced by those of us working outside of Dhaka, aiming to shed light on the unique challenges and propose solutions to foster a more inclusive and supportive environment for young changemakers across Bangladesh.

Sharing these insights is crucial for several reasons. Firstly, recognizing and understanding these challenges is the first step towards addressing them. By bringing these issues to the forefront, we can catalyze discussions and drive collective action towards creating a more enabling environment for social entrepreneurship. Secondly, these insights can help policymakers, donors, and other stakeholders to develop more targeted and effective support mechanisms for young social entrepreneurs. Lastly, it encourages a culture of collaboration and mutual support among the youth, strengthening the overall impact of their initiatives.

Financial Solvency

One of the most pressing challenges is achieving financial stability. Many social entrepreneurs struggle to sustain their initiatives solely from their ventures and often need to take up secondary jobs. This dual burden diverts their focus and energy from their primary social projects, limiting their impact. Moreover, nearly all donors require NGO Affairs Bureau registration to secure grants, creating a significant barrier for young people due to the complex bureaucratic processes involved. To truly empower these young leaders, the grant application procedure needs to be more youth-friendly, ensuring easier access to crucial financial resources.

Lack of Coordination

Another significant obstacle is the lack of coordination among youth-led initiatives. Often, individuals work in isolation without proper channels for collaboration, leading to inefficiencies. This fragmented approach results in duplicated efforts and missed opportunities for synergistic partnerships, ultimately reducing the overall effectiveness of their initiatives. As a solution, establishing a formal communication channel is essential. Such a platform would allow youth-led initiatives to share their work strategies, targeted audiences, expected outcomes, and more, preventing collisions or clashes and fostering a more cohesive effort towards common goals.

Exclusivity and Centralization

The current ecosystem in Bangladesh is heavily centralized, particularly in Dhaka, creating an inclusive environment that marginalizes those based outside the capital. Many social entrepreneurs and activists find it necessary to relocate to Dhaka because essential resources—such as funding, policy advocacy, networking opportunities, and access to key stakeholders—are predominantly available there. This centralization makes it extremely challenging for those working in more remote areas to gain the necessary support and recognition for their efforts. To address this, the system should be restructured to be more inclusive, with wider opportunities that accommodate and empower youth working from and for last-mile communities.

Call to Action

The journey towards a sustainable Bangladesh requires the collective effort of all its citizens, particularly the energetic and innovative youth. By addressing these challenges and implementing the proposed solutions, we can create a more inclusive and supportive environment for social entrepreneurs and activists across the country.

What Do You Think?

What changes do you think are necessary to create a more inclusive and supportive environment for young social entrepreneurs and activists working outside of major urban centers? Share your thoughts and ideas in the comments below! Together, we can shape a brighter, more sustainable future for Bangladesh.



একা হাঁটুন, নিয়ম করে হাঁটুন

নতুন একটা অভ্যাস শুরু করেছি। হাটছি। নিয়ম করে, একা একা। সপ্তাহের প্রতি শুক্রবার সকালেবেলা টানা একঘন্টা হাটছি। আকাবাঁকা উঁচুনিচু সার্সন রোড, চট্টেশ্বরী বা জামালখান। আবার কোনোদিন হয়তো সম্পূর্ণ নতুন কোন গলি যেটা আগে কখনও মাড়াইনি। এই সাপ্তাহিক হাঁটাহাঁটির নিয়ম হলো – এক. সাথে কাউকে নেয়া যাবেনা। দুই. চলার সময় ফোন ব্যবহার করা যাবেনা। কল আসলেও ধরা যাবে না। নোটিফিকেশনও চেক করা যাবেনা।

আমরা সবাই ব্যস্ত। সারা সপ্তাহ মিটিং-মিছিল, ঝগড়াঝাঁটি, ঠেলাঠেলি নিয়ে চলে জীবন। এর সবই ক্যাওস। এতো ঝুট ঝামেলার মধ্যে জীবন কাটাতে কাটাতে বিতৃষ্ণা চলে আসে। প্রাত্যাহিক জীবনে আমাদের এতো এতো সিদ্ধান্ত নিতে হয়, দ্রুত বই সময় নিয়ে ভেবে চিনতে সিদ্ধান্ত নেয়ার সুযোগ খুব কম। আবার অনেক সময় দেখা যায়, কাজ-কাজ-কাজ করতে গিয়ে নিজেকে আমরা হারিয়ে ফেলি। আমি কে, কি চাই জীবনে – এসব নিয়ে ভাবাই হয়ে উঠেনা।

এতোসব ঝামেলার ভেতরে এই নিয়ম করে এক ঘণ্টা একা হাঁটা আপনার স্বস্তির কারন হতে পারে। নিজেকে খুজে পাওয়ার কারন হতে পারে। এই একাহাটা হয়ে উঠতে পারে মানসিক প্রশান্তির উৎস। সাথে একজন থাকলে বা নোটিফিকেশন, কল এসবকে সুযোগ দিলে, দেখবেন সেসবকে সন্তুষ্ট বা সার্ভ করতে গিয়ে অনেক বিষয় আপনি হারিয়ে ফেলছেন। ভুলে যাচ্ছেন। তাই এই কাজটা এইভাবে রিলিজিয়াসলি করতে হবে।

এই একা-হাটার সময়টাতে আপনি জীবন থেকে কি চান সেটা যেমন ভাবতে পারেন, আবার ভাবতে পারেন কিভাবে ব্যক্তিগত জীবনে ছোটো ছোটো সুখের উৎসগুলোকে গুরুত্ব দেয়া যায়। আপনি কাকে গুরুত্ব দিবেন আর কাকে দিবেন সেটাও ভাবতে পারেন। মোদ্দা কথা হলো, এই এক ঘন্টা শুধু আপনার। আপনিই সিদ্ধান্ত নিবেন আপনি কি ভাববেন। অথবা আদও ভাববেন কিনা। এই একা-হাঁটা আপনাকে জঞ্জালের দুনিয়া থেকে বের করে সম্পূর্ণ নিজের মতো কিছুক্ষণ সময় কাটাতে সাহায্য করবে। এভাবে নিয়ম করে একঘন্টা একা হাটলে দেখবেন এমন হাজারটা বিষয় আছে যেগুলো আপনি স্রোতের সাথে চলতে গিয়ে হারিয়ে ফেলেছিলেন। আমি নিজের ক্ষেত্রে অন্তত সেটা হতে দেখেছি।

তাই হাঁটুন। নিয়ম করে একা হাঁটুন। তবে সাবধান, ভাবতে ভাবতে যেনো কানা-গর্তে বা ম্যানহোলে পরে না যান। আপনার হাঁটা শুভ হোক।

 

প্রিয় অভিভাবক সমীপে…

এই লেখাটি যখন লেখার পরিকল্পনা করছি, এস এস সি, সুইসাইড – এই দুটি কিওয়ার্ড দিয়ে সার্চ করে আমি অসংখ্য খবরের লিংক পেয়েছি। অতী পুরনো থেকে অতী সাম্প্রতিক খবরের ছড়াছড়ি এ নিয়ে। প্রতিবার একটা করে পাবলিক পরিক্ষার ফলাফল বের হয়। আর তার সাথে সাথে প্রকাশ হতে থাকে বাচ্চাদের আত্নহত্যার খবর।

সপ্রতি এস এস সি পরিক্ষার ফলাফল প্রকাশের পর পর একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে চাওর হয়ে উঠে। ভিডিওতে দেখা যায় কয়েকজন অভিভাবক নাচানাচি করছেন। একজন সাংবাদিক উনাদের কাছে যান এবং এই নাচানাচির কারন জানতে চান। উত্তরে তারা জানান তাদের মেয়েরা গোল্ডেন এ প্লাস পেয়েছে। তাই তাদের এই উদযাপন। সবাই মজা করে এই ভিডিও শেয়ার করছেন, আর হাসাহাসি করছেন। বাবামা’রা সন্তানের সাফল্যে আনন্দিত হতেই পারেন, স্বাভাবিক। কিন্তু আমি ভাবছি তার উল্টোটা। এতো এতো গোল্ডেন এ প্লাসের ভেতরে নেচে নেচে উদাযাপন করা অভিভাবকের কেউ একজনের সন্তানের ফলাফল এতোটুকু খারাপ হলে তার অবস্থা কি হতো ভাবুন তো? পুরো পজিটিভ এনার্জিটুকু একটা বাচ্চার উপর নেগেটিভ ফোর্স হিসেবে চাপতো! ভাবা যায়? তার মনে হবে দুনিয়ার সবচেয়ে বড় অপরাধটা সে করে ফেলেছে। তাই গোটা দুনিয়া তার বিপরীতে। আর এই মুহূর্তে বাচ্চাটা যদি আবেগের বশীভূত হয়ে সুইসাইড করে ফেলে তাহলে কিন্তু বাবামা’রা ঠিকই বলবেন – কেনো এমন করলি আমার কলিজা? ফলাফল  খারাপ হয়েছে তো কি হয়েছে? কিন্তু বাস্তবতা হলো, ফলাফল  খারাপ করলে ঠিকই ওই ভয়ংকর খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে যেতে হতো।

ছোট ছোট বাচ্চা, তাদের এমন আর কি কষ্ট যে নিজেকে একেবারে শেষ করে দিতে পারে? কিছুর কথা না ভেবেই এমন একটা সিদ্ধান্ত নিয়ে নিলো? আপনার মনে এমন হাজারো প্রশ্ন আসতেই পারে। আসলে আমরা সবাই এখন ভয়ংকর এক ইঁদুর দৌঁড় প্রতিযোগিতায় আছি। যে প্রতিযোগীতার কোনো শেষ নেই।  এই প্রতিযোগিতা আমাদের হতাশা ও বিষণ্ণতা বাড়িয়ে দিচ্ছে। হতাশা মানুষের সৃজনশীলতা, বোধ ও বুদ্ধিমত্তা নষ্ট করে দিচ্ছে। পরিবারের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মানুষকে আরও চাপের মধ্যে ফেলে দিচ্ছে। বাবামা’রা যুক্তি দেখাতে পারেন – কোনো বাবামা তো আর সন্তানের অমঙ্গল চায় না। চায় না সন্তানেরা খারাপ থাকুক, কষ্ট পাক। কিন্তু এতো পরিশ্রমের পরও যদি ভালো ফলাফল  না করে, সমাজে মুখ দেখাবো কি করে? তাদের মনে করিয়ে দিতে চাই, আপনারাই সমাজ বানিয়েছেন। একজন একজন করে গোটা সমাজকে এমন পর্যায়ে নিয়ে এসেছেন।

আপনার আচরন তারা দেখে শেখে। আপনাদের কাছ থেকেই তারা দেখে শিখে। আপনাকে দেখে তারা বুঝে এ প্লাস-ই সব। তারা দেখে এ প্লাস না পাওয়াদের কিভাবে দেখা হয়। বাচ্চাদের নিষ্পাপ মনটাকে অভিভাবকেরাই কালো করে তুলেন। তারা শিখিয়ে দেন পাশের জনকে নোট না দেয়ার কথা। তারাই বাচ্চাদের মাথায় ঢুকিয়ে দেন যেকোনোভাবে এ প্লাসটা পেতে হবে। না হলে ষোলোআনাই বৃথা। আপনি যদি অভিভাবক হোন আপনাকে একটা প্রশ্ন করি। প্রশ্নটা থ্রি ইডীয়টস থেকে নেয়া। আপনি প্রতিদিন কোন টেস্টে কতো মার্কস পেয়েছ সেটা জিজ্ঞেস করেন। কিন্তু কখনোই কি জিজ্ঞেস করেছে সে তার বন্ধুকে সাহায্য করেছে কিনা? না, করেন নি। তাহলে তো সবকিছুর উর্ধে এ প্লাস-কে স্থান দেয়াটাই স্বাভাবিক।

স্কটিশ দার্শনিক ডেভিড হিউম সেই ১৭ শতকে তার ‘আত্মহত্যা’ বিষয়ক প্রবন্ধে লিখেছেন, ‘আমি বিশ্বাস করি কোনো মানুষ কখনোই তার জীবনকে ছুঁড়ে ফেলে দিতে পারে না, যতক্ষণ পর্যন্ত সেই জীবনটা তার কাছে মূল্যবান থাকে।’ বিষণ্ণতা থেকে আবেগ তৈরি হয়, আশা চলে যায়, অন্য কোনো উপায় খুঁজে পায় না মানুষ, একমাত্র উপায় হয় তখন নিজের জীবন নিয়ে নেওয়া।

ও কখনো স্বার্থপরের মতো মরে যাওয়ার কথা ভাবেনি, ভেবেছে আমাদের মুক্তি দেওয়ার জন্য। আমরা ওকে বুঝাতে পারিনি যে তুমি একা নও। ফলাফল  যখন খারাপ হয়, তখন সে ভাবে তার আর কোনো উপায় নেই। কারন আপনি তার মাথায় ঢুকিয়েছেন যে, এ প্লাস সবকিছুর উর্ধে। এমনিতেই অপরিণত বয়স, তার উপর এতোকিছু তার মাথায় ধরে না। সে আসলে নিজে বাঁচার উপায় হিসেবেই মৃত্যুকে বেছে নেয়।

পড়ালেখা, ভালো ফলাফল অবশ্যই খুবই গুরুত্বপুর্ন। তবে এতোটা গুরুত্বপুর্ন নয় যতোটা গুরুত্বপূর্ণ ভাবলে সে এর বিনিময়ে নিজের জীবনকে ছুড়ে ফেলার কথা ভাববে। ভাববে গোটা দুনিয়ার সবাই তার বিপরীতে। এ প্লাস কেন্দ্রিক এই দুনিয়ায় তার আর কোনো স্থান নেই। চলুন তাদের বুঝাই, এ প্লাস পাওয়া গুরুত্বপুর্ন, তবে বন্ধুর পাশে দাঁড়ানো কিংবা ভালো মানুষ হওয়া কম গুরুত্বপূর্ণ নয়। সাবধান, খুব স্বার্থপর একটা প্রজন্ম গড়ে তুলছি আমরা। একজন অভিভাবক হিসেবে এর দায় আর ফলাফল কোনোটাই এড়াতে পারেন না আপনি।  

নানাবাড়ি, আমার হল (ডর্ম) জীবন আর আমি

অনেদিন লেখা হয় না। আজ শুক্রবার। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। ঠিক দেরি হয়েছে বললে ভুল হবে। বরং বলি দেরি করেছি। কাল রাতে হঠাত কালবৈশাখী ঝড় হলো। এই এক ঝড়ে কতো কি হয়ে গেলো। অনেক অনেক দিন পর ভার্সিটির হলে বিদ্যুৎ চলে গেলো। পুরো হলের সব ছেলে পেলে তাই উদযাপন করতে রুম থেকে বেরিয়ে পড়ল। সবাই কমন করিডোরে এসে সজোরে চিল্লাতে লাগলো – শাহিইইইন… ধরে ফেল, ধরে ফেল। আধোঘুমে ছিলাম আমি। তাদের চিল্লাচিল্লিতে আমার ঘুম গেলো উবে। বুঝার চেষ্টা করলাম তারা কি চায়। বুঝতে পারিনি। পরে সকালে নাশতা খেতে যাওয়ার পথে এক বন্ধুর সাথে গল্প করছিলাম। সে জানালো এই ঘটনা নাকি নিয়মিত হয়। যখনই বিদ্যুৎ যায়, ছেলেপেলেরা কিছু একটা নিয়ে চিল্লাতে চিল্লাতে আকাশ আর ছাঁদ এক করে ফেলে। ওহ, বলা হয়নি, আমি হলে নতুন উঠেছি। তাই রীতিনীতি জানিনা ওতোটা। অনেকদিন হলরোডের একটা বাসায় থাকতাম একা। তাও থাকতাম জোর করে। একা থাকলে চিন্তা ভালো করা যায়। মনোযোগ দিয়ে কাজ করা যায়। কিন্তু শেষদিকে এসে মনে হলো, থাক, আর কয়দিনই বা আছি ভার্সিটিতে। যাই, একটু হলে থেকে আসি। ভিন্নকিছু উপভোগ করি। এভাবেই আমার হলে উঠা।

সকালে নাশতা যাওয়ার পথে নীচ তলায় এক বন্ধুর রুমে ঢু মারতে গেলাম। উদ্দেশ্য তাকে সাথে নিয়ে যাবো নাশতা করতে। তার রুমের পেছনের বারান্দায় গিয়ে দেখি এক পিচ্চি গাছ থেকে বরই পাড়ার চেষ্টা করছে। বেচারা নাগাল পাচ্ছে না। বারান্দাটা একটু উঁচু। আমি একটা ডাল টেনে তার হাতে ধরিয়ে দিতে যাবো, তখনই সে নিজেই আরেকটা ডাল ধরে দিলো টান। কিছু বুঝে উঠার আগেই দেখি হাতে প্রচন্ড ব্যথা অনুভব করলাম। একটা কাঁটা ঢুকে গেছে হাতে। বেচারা ছোটো মানুষ বুঝতে পারেনি এমন হবে। আমি চলে এলাম।

হলের রাস্তাটার সামনে একটা আম গাছ আছে। বেশকিছুদিন ধরে নজর রাখছিলাম। প্রমান সাইজের হলেই হানা দিবো। এ জায়গায় একটা কথা বলে দিই – হলকে কেনো জানি আমার নানার বাড়ির মতোই মনে হয়। আম্মুর জন্ম একটা বাড়িতে ঠিক আছে, কিন্তু আশেপাশের সব বাড়িকেই আমরা নানাবাড়ি ধরে নিই। ধরে নেয়ার কারন প্রত্যেকের আতিথেয়তা। আমরা গেলে তারা এমন ভাবে করে, নিজের আপন নানাবাড়ি না ভেবে উপায় নেই। যাহোক, নানার বাড়ি গেলে দেখা যেতো চারদিকে অনেক গাছে। কোনো না কোনো গাছে কিছু না কিছু একটা ধরেছে। হয় নারকেল, নাহয় পেয়ারা, নাহয় বাতাবী লেবু আর নাহয় বরই। কাজিনরা দলেবলে যেতাম, দেখতাম, পছন্দ হলে খেয়ে ফেলতাম। কোথাও বলার মতো কেউ নেই। সবই আমাদের ইচ্ছা। হলের পরিবেশও একদম তাই। চারদিকে অনেক ফলমূলের গাছ। কোনো গাছে কাঠাল, কোনো গাছে পেয়ারা, কোনো গাছে গাব, ডাব, বা অন্যকিছু। যে যখন যেভাবে চায়, খেতে পারে। কেউ কিছু বলবে না।  

নাশতা করে ফেরার পথে আম গাছে চোখ পড়তেই দেখলাম আমটা প্রমান সাইজের হয়ে গেছে। অন্যকারো নজরে পড়ার আগেই পেড়ে নিয়ে উদরে চালান করে দেয়াটাকে যথার্থ মনে করলাম। যেই ভাবা সেই কাজ। রুমে এসে লবন দিয়ে আমটা খেতে খেতে ভাবছি, একটাই তো জীবন। টুপ করে কোনো একদিন মরে গেলেই তো সব শেষ। কি দরকার এতো চিন্তাভাবনার? কি দরকার এতো প্যাঁচাল করার? আহা, জীবনটা সুন্দর।        

The Importance of Finding True Happiness Beyond Material Possessions

Have you ever chased after something for so long, only to realize it means nothing to you once you finally attain it? Have you been playing at boss casino for 5 years only to realize that it doesn’t bring you any pleasure? I certainly have. Six or seven years ago, I used to watch people on stage with big names, speaking in plenary discussions, and receiving international accolades, and I thought to myself, “that’s the position I want to be in. That’s the position that can make me happy.” Fast forward to today, and I have achieved all of those things. But still, I find myself feeling unfulfilled and running after something else.

The truth is, the focus always shifts. It’s the nature of almost all human beings. We constantly try to find our happiness in materialistic things, believing that achieving more will make us happier. But the reality is, material possessions and accomplishments can only bring temporary happiness. It’s like a drug – once you have it, you feel good for a while, but then you need more to feel the same way again.

So what can we do to find true, long-lasting happiness? My advice is to invest your time in something even more meaningful – building and nurturing relationships, or helping others in need. These are the things that truly give us a taste of real happiness. When you surround yourself with people you love and who love you back, you create a support system that can uplift you in the toughest times. When you help someone in need, you experience the joy of making a positive impact in someone else’s life.

It’s important to remember that wealth can come and go. If you lose your wealth, you can regain it. But if your nearest or dearest one dies, you can’t get them back. So instead of chasing after material possessions and accomplishments, focus on what really matters in life – the people you love and the impact you can make on others. Only then will you find true happiness that lasts a lifetime.

What do you think? Have you found happiness beyond material possessions? Share your thoughts in the comments below.

#love#experience#people#happiness#lifelessons